Parts of speech | সঙ্গা, ব্যাখ্যা, উদাহরণ | সহজেই শিখে নিন

 parts of speech কি?

একটি বাক্য, যেমন -Tabib is a practical man. এখানে কতকগুলো করে শব্দ রয়েছে। সুতরাং উপরের sentence বা speech গুলো কতকগুলো শব্দ দ্বারা গঠিত। এই শব্দ গুলো আবার বিভিন্ন রকমের নাম, ধরন, গুণ, কাজ ইত্যাদি নির্দেশ করে। এ ধরনের কাজের ভিন্নতা অনুসারে speech এর শব্দ গুলোকে বিভিন্নভাগে ভাগ করে হয়। এদের কেই parts of speech বলা হয়। সাধারণত আমরা বলতে পারি যে, বাক্যের অন্তর্গত প্রতিটি শব্দই এক একটি parts of speech. 

Parts of speech কে আট ভাগে ভাগ করা হয়। যথা:

1.Noun, 2.Pronoun, 3. Adjective, 4.Verb, 5.Adverb, 6.preposition, 7.conjunction, 8.Interjection.


Noun

যেসব শব্দ কোন ব্যাক্তি, বস্তু, স্থান ইত্যাদির নাম হিসেবে ব্যাবহৃত হয় তাদেরকে Noun বলে। অর্থাৎ কোনো কিছুর নাম বুঝালেই সেটা Noun কে নির্দেশ করে। যেমন: My name is Mita. 

I am from Bangladesh. 

Water is polluted in different ways. 

এখানে প্রথম বাক্যে Mita দ্বারা একটি বালিকার নাম কে বুঝাচ্ছে তাই এটি noun. দুই নাম্বার বাক্যে Bangladesh দিয়ে একটি দেশের নাম বুঝানো হয়েছে তাই সেটিও noun. তৃতীয় নাম্বার sentence এ water দিয়ে তরল পদার্থর নাম বোঝাচ্ছে তাই এটিও noun. 

এই noun আবার 5 প্রকার। যথা:

1.Proper noun: যেসব noun কোন একটা নির্দিষ্ট ব্যাক্তি,বস্তু,স্থান, নদী ইইত্যাদির নাম বুঝায়, তাদেরকে propee noun বলে। যেমন : stephen hawking was born in 1942. এখানে Stephen hawking হলো proper noun.

2.Common noun: যেসব noun দিয়ে একই শ্রেণির ব্যাক্তি বা বস্তুর প্রত্যেকের সাধারণ নাম বুঝায়,তাদেরকে  common noun বলে। যেমন: Sihab hossain is an affluent man now. এখানে underlined noun টি common noun কারণ man শব্দটি দিয়ে সেই শ্রেণীর সকলকে সাধারণভাবে বুঝাচ্ছে।

3.Collective noun: যেসব noun দ্বারা কোন ব্যাক্তি, বস্তু বা প্রাণীর সমষ্টির নাম বোঝায় তাদেরকে collective noun বলে।যেমন : A team of horses pulled the heavy carriage up the steep hill with remarkable strength.এখানে Team শব্দটা দিয়ে প্রাণীর সমষ্টি কে বুঝাচ্ছে। 

4.Material Noun: যেসব noun কোন পদার্থের সমস্ত অংশকে অখণ্ড ভাবে বুঝায় তাদেরকে material noun বলে। যেমন: water vehicles pollute rivers by dumping oil. water এবং oil পদার্থে গুলো তাদের অখণ্ড সত্ত্বাকে বুঝাচ্ছে। তাদের হতে প্রস্তুতকৃত কোনকিছুকে না। এরা material noun এর উদাহরণ। 

5.Abstract noun: যেসব noun দ্বারা কোন গুণ, অবস্থা বা বিমূর্ত ধারণা বুঝায়,তাদেরকে abstract noun বলে। যেমন : He admired the classical beauty of her face. এখানে Beauty হলো Abstract noun.

Pronoun 

Noun বা Noun সমতুল্য শব্দের পরিবর্তে যেসব শব্দ ব্যাবহৃত হয় তাদেরকে pronoun বলে। যেমন : Tahrim is 10 years old. He go to school everyday. He likes to eat milk in the morning. He is a good boy. ওপরের বাক্যগুলোর মধ্যে প্রথমটিতে Tahrim ব্যাবহার করা হয়েছে এবং তার পরের বাক্যেগুলোতে তার নামের পরিবর্তে He বসানো হয়েছে। এই He প্রথম বাক্যের Tahrim কে নির্দেশ করছে। একই শব্দ বার বার ব্যাবহার করলে ভাষায় শ্রুতিমাধুর্য হারিয়ে যায় একঘেয়ামি চলে আসে। তাই একই শব্দ ব্যাবহার করার পরিবর্তে pronoun ব্যাবহার করা হয়ে থাকে। 

Pronoun গুলোকে আট ভাগে ভাগ করা হয়।যথা:

1.Personal Pronoun: যেসব  pronoun কোন ব্যাক্তি বস্তুর পরিবর্তে বসে তাদের কে  personal pronoun বলে। যেমন : I, We, she,  he,  they, it. 

2.Demonstrative Pronoun: যেসব pronoun নির্দিষ্ট কোন ব্যাক্তি বা বস্তুকে নির্দেশ করতে ব্যাবহার করা হয় তাদেরকে demonstrative pronoun বলে। যেমন: This, that, these.

3.Relative pronoun: যেসব pronoun কোন noun এর পরে বসে ওই noun কে নির্দেশপূর্বক এর সাথে বাক্যের পরবর্তী অংশের সম্পর্ক স্থাপন করে তাদেরকে Relative pronoun বলে। যেমন: Who, which, whom, what,  that. 

4.Reflexive pronoun: যেসব pronoun বাক্যের object হিসেবে ব্যাবহৃত হয় এবং বাক্যের subject কে পুনরায় নির্দেশ করে তাদেরকে Reflexive pronoun বলে। যেমন: himself, myself, ourselves, themselves, theyself, itself.

5.Interrogative pronoun: যেসব pronoun কোন প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য ব্যাবহার করা হয় তাদেরকে interrogative pronoun বলে। যেমন: who, whom, whose, what, which. 

6.Distributive pronoun: যেসব pronoun দুই বা ততোধিক ব্যাক্তির মধ্যে প্রত্যেককে আলাদা আলাদা ভাবে নির্দেশ করে তাদেরকে Distributive pronoun বলে। যেমন: Each, Either, Neither, half, Every, Any, only, Both. 

7.Indefinite pronoun: যে সকল pronoun কোন ব্যাক্তি বা বস্তুকে নির্দিষ্ট করে না বুঝিয়ে অনির্দিষ্টভাবে বুঝায় তাদেরকে indefinite pronoun বলে। যেমন: One, none, some, many, everybody, nobody, anybody, someone, few, a few ইত্যাদি। 

8. Reciprocal pronoun: যে pronoun দুই বা ততোধিক ব্যাক্তির মধ্যে পারস্পরিক সম্পর্ক নির্দেশ করে তাকে reciprocal pronoun বলে। যেমন:

  • Father and son love each other.
  • We can't see one another in dark.
  • The team congrats one another after winning.
  • We know each other very well.
  • Me and my sister like to prank each other.

Adjective 

Adjective শব্দের অর্থ হলো যোগ করা। অর্থাৎ adjective noun এর অর্থের সাথে কোন কিছু যোগ করে। আরও তথ্য প্রদান করে। 

যেসব word কোন noun বা pronoun এর দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা, বৈশিষ্ট্য ইত্যাদি নির্দেশ করে তাদেরকে Adjectives বলে। যেমন: Manhattan, the commercial centre of new york. 

Adjective প্রধানত চার প্রকার। যথা:

1.Descriptive বা Adjective of quality: যেসব adj কোন ব্যাক্তি বা বস্তুর দোষ, গুণ, অবস্থা, ইত্যাদি প্রকাশ করে তাদেরকে adjective of quality বলে। যেমন : He has a bad character. 

The cat is black

2.Quantitative বা Adjective of quantity: যেসব adj দ্বারা কোন noun এর পরিমাণ নির্দেশিত হয় তাদেরকে Adjective of quantity বলে। যেমন:

There is little milk in the pot. 

Give me some food. 

3.Numeral বা Adjective of number: যেসব adj দ্বারা কোন noun এর সংখ্যা, নির্দিষ্ট স্থান, পর্যায় অথবা গুণ  বুঝায় তাদেরকে adjective of number বলে। যেমন:

 I have three laptops. 

Tabib is the second boy in the class.

4.Pronominal adjective: Pronoun যখন কোন noun এর পূর্বে বসে adj-এর কাজ করে তখন তাদেরকে pronominal adj বলে। যেমন

Which shirt do you want?

I will buy that pen.

Verb 

ইংরেজি 'verb' শব্দটি Latin শব্দ 'Verbum' থেকে এসেছে,  যার অর্থ হলো 'শব্দ'। 

যেসব শব্দ দ্বারা কোন ব্যাক্তি বা বস্তুর কোন কিছু করা বা হওয়া বুঝায় তাদেরকে verb বলে। অর্থাৎ যেসব শব্দ দারা কোন কাজ করা বুঝায় তাদেরকে verb বলে। ইংরেজি বাক্য verb এর গুরুত্ব অপরিসীম। 

Verb কে প্রধানত দুই শ্রেণিতে ভাগ করা হয় 

1.Finite verb: sentence এ ব্যাবহৃত যে verb দ্বারা বক্তার মনোভাব সম্পূর্ণভাবে প্রকাশিত হয় অথবা sentence এর অর্থ সম্পূর্ণভাবে প্রকাশ পায় তাকে  Finite verb বলে। 

Finite Verb কে আবার দুই ভাগে ভাগ করা হয় :

(i). Principal verb: যেসব Verb বাক্যে ব্যাবহৃত হয়ে অন্য কোন verb এর ওপর নির্ভর না করে বাক্যের অর্থকে  সম্পূর্ণ ভাবে প্রকাশ করে তাদেরকে principal verb বলে। যেমন : Muslim leaders met Viceroy lord Hardinge. 

Globalization requires a common language. 

ওপরের বাক্য দুটি তে met, require verb দুটি দিয়ে sentence এর ভাব ও অর্থ সম্পূর্ণভাবে প্রকাশ পেয়েছে এবং verb দুটি অন্য কোন verb এর উপর নির্ভর করে নি। met ও require হলো এখানে principal verb. 

(ii).Auxiliary Verb: sentence এ ব্যাবহৃত যেসব verb principal verb-এর সাথে বসে tense,voice ও mood গঠনে সাহায্য করে তাদেরকে Auxiliary verb বলে। যেমন: He is writing. Sumanto has done it. Raja was reading. ওপরের বাক্যগুলোতে ব্যাবহৃত is, has, was, যথাক্রমে write, do, read, verb গুলোকে সাহায্য করছে বাক্যের ভাব ও  অর্থ সম্পন্নভাবে প্রকাশ করছে। তাই এগুলো এখানে Auxiliary বা helping verb. 

2.Non-finite Verb: যেসব verb দ্বারা বক্তার বক্তব্য অসমাপ্ত থাকে, স্বাধীনভাবে বাক্যে বসতে পারে না তাদেরকে Non- finite verb বলে। 

Non-finites তিন প্রকারের 

(i).Infinitive: Verb এর মূল form এর পূর্বে to বসিয়ে যেসব verb form কোন কিছু করতে, খাইতে বা উদ্দেশ্য নির্দেশ করে তাদেরকে infinitive বলে। যেমন: They want to have a cup of tea.

(ii).Gerund: যখন কোনো Verb এর সঙ্গে ing যুক্ত করে তাকে noun এর বৈশিষ্ট্য বা features দেওয়া হয় তখন তাকে Gerund বলে।

যেমন: He likes playing football. 

(iii).Participle: verb এর যে form বা রুপ একই সাথে verb ও adj এর কাজ সম্পন্ন করে তাকে participle বলে। যেমন: A burnt child dreads the fire.

Adverb

যে শব্দ noun, pronoun ছাড়া adj, verb এমনকি কোন adverb কে modify করে তাদেরকে adverb বলে। 

Adverb কে প্রধানত তিন ভাগে ভাগ করা হয়:

1.simple adverb: যে সকল adverb সাধারণত noun, pronoun, ও interjection ছাড়া অন্য যে কোন word এবং sentence কে qualify করে তাকে simple adverb বলে। যেমন: The farmers work quietly. 

2.Relative adverb: যে সকল adverb দুটি clause কে যোগ করার কাজ করে তাদেরকে relative adverb বলে। যেমন: This is the College where i read.

3.Interrogative adverb: যেসকল adverb কোন প্রশ্ন তৈরি করার জন্য ব্যাবহৃত হয় তাদেরকে interrogative adverb বলে। যেমন: where is Brussels? 

How deep is the pond?

Conjunction 

যে word দুই বা ততোধিক word, phrase, clause বা দুইটি sentence কে যোগ করে তাকে conjunction বলে। যেমন: Take this umbrella otherwise you will get drenched. 

এখানে otherwise দ্বারা ২ টি   clause যুক্ত হয়েছে। তাই Otherwise হলো একটি conjunction. 

Conjunction হলো যুক্তকারী শব্দ। এটি তিন প্রকার। যথা:

1.Co-ordinating conjunction: যেসব conjunction দুই বা ততোধিক সমশ্রেণীর word, phrase, clause কে যুক্ত করে তাদেরকে Co-ordinating conjunction বলে। And, but, or, nor, neither, yet, for, so, still ইত্যাদি হলো Co-ordinating conjunction এর দৃষ্টান্ত। 

Co-ordinating conjunction কে আবার চার ভাগে ভাগ করা হয়। যথা

i. Cumulative conjunction 

ii. Alternative conjunction 

iii. Adversative conjunction 

iv. Illative conjunction

2.Subordinating conjunction: যেসব conjunction এক বা একাধিক subordinate clause কে principal clause এর সাথে যুক্ত করে তাদেরকে Subordinating conjunction বলে। Subordinating conjunction গুলো হলো- after, as, once, as far as, as if ইত্যাদি। 

3.Correlative conjunction: যখন একটা conjunction অপর আরেকটি Word এর সাথে একত্রিত হয়ে একটি যৌগিক conjunction তৈতৈরি করে তখন তাকে correlative conjunction বলে। correlative conjunction গুলো হলো- As........As,  so........as, either.......... or, neither.......nor, no less..........than ইত্যাদি।

Preposition 

Pre শব্দের অর্থ পূর্ব এবং position শব্দের অর্থ অবস্থান। অতএব preposition শব্দের অর্থ পূর্বে অবস্থান। Preposition একটা noun বা pronoun এর পূর্বে ব্যাবহৃত হয়ে তার সঙ্গে বাক্যের অন্য word এর সম্পর্ক বুঝিয়ে দেয়। যেমন: lina is coming with hena.

This is for her.

The sky is above our heads.

এই বাক্যগুলোতে with, for, above, noun বা pronoun এর সাথে অন্য word এর সম্পর্ক বুঝিয়ে দিচ্ছে। তাই এগুলো preposition. 

Note: at,  in,  into, with, without, on, for, about,  since, of, within, upto, upon, after, before, off, under, to, Between, from ইত্যাদি preposition হিসেবে ব্যাবহৃত হয়। এবং এগুলো ব্যাবহার করার জন্য কাকগুলো বিশেষ নিয়মও রয়েছে।

Interjection 

যে সকল শব্দ দ্বারা মনের আকস্মিক ভাব, আবেগ, ঘৃণা, অনুভূতি বা বিস্ময় প্রকাশিত হয় তাদেরকে Interjection বলে। যেমন: Hurrah! We have won the match.

Alas! He is dead.

Oh! What a fine bird it is.

Interjection এর বৈশিষ্ট্য:

i. interjection শব্দগুলোর কোন অর্থ নেই। এরা কেবল মনের আকস্মিক আবেগ প্রকাশ করে ।

ii. বাক্য গঠনে এর তেমন ভূমিকা নেই।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url