গুগল সার্চ কন্সোল কি এবং এর প্রয়োজনীয়তা

 গুগল সার্চ কন্সোল কি? 

গুগল সার্চ কন্সোল হলো এমন একটি টুলস যা একজন ওয়েবসাইট ডেভলপার কে তাদের ওয়েবসাইট সম্পর্কে তথ্য বা আপডেট দেয়। যেটা দেখে একজন ডেভলপার বুঝতে পারে সে কন্টেন্ট রাইটিং এ কেমন পারফর্ম করছে। গুগল সার্চ কনসোল একটি ফ্রী টুলস। এখানে আপনি আপনার ওয়েবসাইট আপডেট দিতে পারবেন, আপনার ভিজিটর দেখতে পারবেন, এবং সে মোবাইল নাকি ডেকস্টপ থেকে সার্চ করে দেখছে সেটাও দেখা যায়। এটা গুগলের ফ্রী সার্ভিস। 

গুগল সার্চ কন্সোলের কাজ কি? 

গুগল সার্চ কন্সোলের কাজ অনেক ব্যাপক। এর অপশন গুলো আপডেট ও হতে পারে।

যেমন প্রথম অবস্থায় এক্সট্রা অপশনস নাও থাকতে পারে। তাহলে চলুন দেখে আসি প্রথম অবস্থায় গুগল সার্চ কন্সোলের টুলস গুলো একেক টা কি কাজ করে। 

URL Inspection: এটি দ্বারা কোন ওয়েবসাইটের পেইজ গুলো গুগলে ইনডেক্স কিনা তা জানা জায়। এই টুলস আপনাকে কোন URL দিয়ে Inspect বাটনে ক্লিক করলে সেই লিংক সম্পর্কে সকল তথ্য দিতে সাহায্য করবে।

Google Fetch: এই টুলস এর কাজ হলো ট্রুটিযুক্ত পেইজ গুলো শো করা এবং ঠিক করা এবং ওয়েব পেইজ কে যেভাবে দেখে তা জানতে সাহায্য করে। যেমন ধরেন, আপনি নতুন ওয়েবসাইট গুগলে সাবমিট করলেন, তখন আপনার ওয়েবসাইট গুগলের রোবট এসে স্ক্রল করে সেখান থেকে ডেটা নিয়ে যায় যেগুলো মানুষ সার্চ পেইজে দেখতে পায়। মূলত এই পেইজ গুলোই যখন কেও না দেখতে পায় তখনই এই টুলস এর প্রয়োজন পরে। 

Sitemap: ওয়েবসাইট আপডেট নেওয়া হয় এই ফিচার এর মাধ্যমে। আপনার ওয়েবসাইটকে পূর্ণাঙ্গ ক্রল করতে গুগলের কাছে একটি Sitemap সাবমিট করতে পারেন। গুগল আপনার ওয়েবসাইটে গুরুত্বপূর্ণ পোস্ট এবং পৃষ্ঠাগুলি সহজেই খুঁজে পেতে পারে তা নিশ্চিত করার জন্য একটি সাইটম্যাপ জরুরি। 

বি:দ্র: সাইটম্যাপে আপডেট করলে ইনডেক্স করা পোস্ট গুলো আনইনডেক্স হয়ে যায় অর্থাৎ পুনরায় নতুন করে সবগুলো পোস ইনডেক্স করাতে হয়। 

Performance tab: পারফরমেন্স ট্যাবে গুগলে কোন পৃষ্ঠা এবং কীওয়ার্ডগুলো র‍্যাংক করছে তা চেইক করা যায়। কোন  একটি অ্যাকাউন্ট সেট করার পর থেকেই সকল ডেটা পাওয়া যায়। পোস্টের ক্লিক কত, ছাপ, গড় । কে কোন ডিভাইস থেকে ভিউ করেছে, কোন কী-ওয়ার্ড বেশি ক্লিক করা হয়েছে, কোন দেশের মানুষ দেখেছে সবই চেইক করা যায়। 

Removals: আপনার যদি অপ্রয়োজনীয় পেইজ থাকে তাহলে সেটি মুছে ফেলাই ভালো কারণ ভিজিটরস রা যখন আসেন তখন তারা এমন অপ্রয়োজনীয় পেইজ এর জন্য বিরক্ত হয় ফলে ভিজিটরস কমে যেতে পারে। যদি আপনার মনে হয় ওয়েবসাইটের কোন পেজ বা পোস্ট গুগল সার্চে দেখানোর প্রয়োজন নেই তাহলে সেটি রিমুভ করা যাবে।

গুগল সার্চ কন্সোলের প্রয়োজনীয়তা 

আপনি যদি একটি ওয়েব সাইটের মালিক হয়ে থাকেন। তাহলে আপনার জন্য গুগল সার্চ কন্সোল খবই গুরুত্বপূর্ণ। 

গুগল সার্চ কন্সোলের প্রয়োজন অনেক কারণে হয়ে থাকে যেমন :

আপনার ওয়েবসাইটে পোস্ট ইন্ডেক্সিং এর কাজে গুগল সার্চ কন্সোলের প্রয়োজন পড়বে। এর মধ্যেই ইন করে প্রতিটি পোস্ট ইন্ডেন্ট করানো হয়। 

কোনো পেজ ইনডেক্স না হলে বা ইনডেক্স রিলেটেড কোনো সমস্যা খুঁজে বের করে তা সমাধান করার জন্য সার্চ কনসোল প্রয়োজন। 

সাধারণভাবে, সার্চ ট্রাফিক শব্দটি সার্চ ইঞ্জিনের মাধ্যমে করা সমস্ত অ্যাক্সেসের সংখ্যা বোঝায়। আর এই গুগোল থেকে আসা সার্চ ট্র্যাফিক সম্পর্কে ধারণা পেতে এই গুগোল সার্চ কন্সোলের  প্রয়োজন। 

ওয়েবসাইট আপডেট করতে গুগোল সার্চ কন্সোলের প্রয়োজন। আপনার পাবলিস করা পোস্ট গুলোর সংখ্যা গুগোলকে দেখানোর জন্য এই টুলস এর দরকার। 

ওপনার ওয়েবসাইট কেমন পারফরম্যান্স করছে তা জানার জন্য এই টুলস এর প্রয়োজন। 

আপনার ওয়েবসাইটের ভিজিটরস কতো, কোন কী-ওয়ার্ড র‍্যাংক করছে তা জানার জন্য এই টুলস দরকার। 

ওয়েবসাইটের যেকোনো ধরনের স্প্যাম বা অন্যান্য সমস্যা সম্পর্কে এলার্ট করে দেয় গুগোল সার্চ কন্সোল।

কিভাবে গুগল সার্চ কনসোলে ওয়েবসাইট যুক্ত করব?

যেভাবে গুগোল সার্চ কন্সলে ইন করবেন

প্রথমত, গুগল সার্চ কনসোল খুলতে, ভিজিট করতে হবে এই লিংকে https://search.google.com/search-console/

দ্বিতিয়ত, আপনার ওয়েবসাইট কন্সলে যুক্ত করতে হবে। এ জন্য ড্রপডাউন থেকে আপনার ওয়েবসাইট যুক্ত করে ক্লিক কররুন। তারপর ডোমেইন নাম লিখে ওয়েবসাইটের URL লিখুন। 

তৃতীয়ত, শেষে HTML ট্যাগ, HTML ফাইল, গুগল অ্যানালিটিক্স এবং গুগল ট্যাগ ম্যানেজার ব্যবহার করে আপনার অ্যাকাউন্ট যাচাই করতে হবে।


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url