ক্যালেন্ডার সম্পর্কে বিস্তারিত আলোচনা

 ক্যালেন্ডার কি? 

ক্যালেন্ডার বা পঞ্জিকা হলো এমন একটি পদ্ধতি যার মাধ্যমে দিন সমূহকে দিন,সপ্তাহ,মাস এবং বছরের বনিয়াদে হিসাব করা হয়। অর্থাৎ ক্যালেন্ডার হলো সময় ভাগ করার একটি পথ। এর মাধ্যমে আমারা দিন মাসের হিসেব ঠিকমতো রাখতে পারি। বলা হয় ক্যালেন্ডার শব্দটি 'ক্যালেন্ড' থেকে নেওয়া হয়েছে। রোমান ক্যালেন্ডার অনুযায়ী মাসের প্রথম দিনের জন্য শব্দটি ব্যবহার করা হয়। 

আমাদের আজকের আর্টিকেল এই ক্যালেন্ডার নিয়েই। ক্যালেন্ডার সম্পর্কে বিস্তারিত জানাতে আমাদের আজকের এ আর্টিকেল।


ক্যালেন্ডারের গুরুত্ব 

আমরা যে একটা সিস্টেম অনুযায়ী চলি এই সিস্টেম অনুযায়ী চলতে ক্যালেন্ডারের গুরুত্ব অপরিহার্য। কোন রাষ্ট্রের নাগরিক জীবন এবং রাষ্ট্রীয় কাজে, ধর্মীয় অনুষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, বৈজ্ঞানিক সুবিধার উদ্দেশ্য বা এগুলো ক্রম অনুযায়ী যেন চলে সেই ক্ষেত্রে ক্যালেন্ডার এর গুরুত্ব অস্বীকার করা অসম্ভব। কারণ ক্যালেন্ডার মাফিকই এগুলো চালানো হয়। 

একটি ক্যালেন্ডার কালানুক্রমের অধ্যয়নের জন্য গুরুত্বপূর্ণ। কারণ নিয়মিত বিভাজন দ্বারা সময় গণনা করে এবং সেগুলোকে তারিখের ঘটনাগুলি ব্যবহার করে।
একটি ক্যালেন্ডার আপনাকে কার্যকরভাবে আপনার সময় পরিকল্পনা এবং বরাদ্দ করতে দেয় যেইটা আপনার নিড। 

একটি উদাহরণ হিসেবে বলা যায় যে, ক্যালেন্ডারে এক সপ্তাহে ৭ দিন। ৪ সপ্তাহে ১ মাস। এবং ৭ টি বার ও ক্যালেন্ডারে উল্লেখ থাকে। এক্ষেত্রে একটি ক্যালেন্ডার একটি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দেখেন। প্রতিষ্ঠান সপ্তাহে দুই দিন ছুটি অর্থাৎ শুক্রবার, শনিবার। এ দিন বাদে বাকি দিনগুলো কর্মদিবস। তাছাড়া বিভিন্ন ধরনের সরকারি ছুটিও থাকে। সেগুলো তারা কিভাবে ফিক্স করে? হ্যাঁ ঠিকই ধরেছেন ক্যালেন্ডার অনুযায়ী। 
তারপরে ধর্মীয় যে উৎসব গুলো এগুলো দিন ক্ষন ঠিক করে কিভাবে বছর অন্তর অন্তর হয়? হ্যাঁ ক্যালেন্ডারের জন্য। এভাবেই ক্যালেন্ডার আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

একনজরে দেখে নেই ২০২৪ সালের সরকারি ছুটির তালিকা 


ক্রমিক নং ছুটির কারণ তারিখ ছুটির পরিমাণ
শহিদ দিবস ১ দিন
জাতীয় শিশু দিবস ১ দিন
স্বাধীনতা দিবস ১ দিন
ঈদ-উল-ফিতর ২ দিন
মে দিবস ১ দিন
বুদ্ধ পূর্ণীমা ১ দিন
ঈদ-উল-আজহা ২ দিন
জাতীয় শোক দিবস ১ দিন
জন্মাষ্টমী row9 col 3 ১ দিন
১০ ঈদ-ই-মিলাদুন্নাবী (সা:) row10 col 3 ১ দিন
১১ দূর্গাপূজা row11 col 3 ১ দিন
১২ বিজয় দিবস row12 col 3 ১ দিন
১৩ যিশু খ্রিষ্টের জন্মদিন row13 col 3 ১ দিন

লিপ ইয়ার 

চার দ্বারা সমানভাবে বিভাজ্য যে কোনো বছর একটি অধিবর্ষ। উদাহরণ : ১৯৯২ সাল বা ২০০০ সাল হল লিপ ইয়ার। যেই বছরটাকে ১০০ দিয়ে ভাগ করা যায় কিন্তু আবার ৪০০ দিয়ে করা যায় না, সেটা কিন্তু লিপ ইয়ার নয়। একটি অধিবর্ষ হল একটি বছর যার 366 দিন থাকে । অতিরিক্ত দিন 29 ফেব্রুয়ারি। পশ্চিমা ক্যালেন্ডারে প্রতি চার বছরে একটি অধিবর্ষ রয়েছে। অর্থাৎ সাধারণ বছরের তুলনায় একটা অতিরিক্ত দিন থাকে। এটাকেই লিপ ইয়ার বলা হয়। অধিবর্ষ জানা জরুরি কারণ এটি পালন না করা হলে পৃথিবীতে সময়ের হিসেব ঠিক থাকবে না। বছরে বছরে প্রায় ৬ ঘণ্টা করে বাড়তে থাকবে। এতে পৃথিবীর ঋতুবৈচিত্র বদলে যাবে। অর্থাৎ যখন গরমকাল হওয়ার কথা, দেখা যাবে গরম  আসবে তার অনেক পরে। ৪৫ খ্রিস্টপূর্বে রোমান সম্রাট জুলিয়াস সিজার জুলিয়ান এই ক্যালেন্ডার প্রবর্তন করেন।



এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url