ব্ল্যাক ম্যাজিক, যাদু টোনা থেকে নিরাপদ থাকার উপায়

ব্ল্যাক ম্যাজিক বা কালোযাদু সম্পর্কে মানুষের জানার আগ্রহ যেন দিন দিন বেড়েই চলেছে। চলবে নাই বা কেন? আগের থেকে বেশি বর্তমানে এই কালোযাদুর চর্চা হয়। কেও কারোর প্রতি হিংস আচরণ থেকে এগুলো করে থাকে। তাই এটার থেকে যেন আপনি সুরক্ষিত থাকতে পারেন এ জন্য আপনার এ সম্পর্কে ধারণা রাখতে হবে। তাই আমাদের আজকের এ আর্টিকেলটি কালোযাদু নিয়ে। 

কালো যাদু কি? 

'কালোযাদু' শব্দটি শুনেই মনে হচ্ছে না যে এটি খারাপ কিছুর নির্দেশ দেয়? আসলেও কিন্তু তাই। কালোযাদু হলো এমন একটি পদ্ধতি যার মাধ্যমে যাদুকররা  অথবা শয়তানের অনুসারীরা জ্বীন কে পূজা করে তার সন্তুষ্টি অর্জনের মাধ্যমে নিজের স্বার্থ হাসিল করে। এটা হয় কারোর ক্ষতি করে। যখন কোন ব্যাক্তি কারোর খারাপ চায় আর সে তখন এই পথ বেছে নেয়। কালোযাদু বিভিন্ন অঞ্চল ভেদে ভিন্ন ভিন্ন নামে পরিচিত। 

কালোযাদুর চর্চা করা হয় যেকারণে 

বর্তমানে ছেলে মেয়েদের মধ্যে কৌতুহল থেকেও কালোযাদু চর্চা হয়ে থাকে। এটা সত্য কি মিথ্যা যাচাই করার জন্য এরা এর মধ্যে ঢুকে যায়। এমনকি বিদেশের কিছু কিছু দেশে ব্ল্যাক ম্যাজিক স্বীকৃতি দিয়েছে এবং সেখানে ওপেনলি ব্ল্যাক ম্যাজিক শেখানো হয়ে থাকে। 

মানুষের প্রতি হিংসা, অহংকার, অপছন্দতা থেকেও অনেকে ব্ল্যাক ম্যাজিক করে থাকে। অনেকে দেখবেন কারোর ক্ষতি চাইলে কবিরাজি করে তার ক্ষতি করার চেষ্টা করে। 

প্রেম ভালোবাসার জন্যও কেও কেও যাদু টোনা করে থাকে। স্বামির অন্য কারোর সাথে সম্পর্ক তার স্ত্রী মেনে নিতে না পারায় অথবা ছেলের বউকে ছেলের চোখে খারাপ করে তোলতে ছেলের মা নিজ সন্তানের ওপর যাদু করে। 

ক্ষমতার লোভ অনেক ভয়ংকর লোভ। মানুষ ক্ষমতার জন্য কি না কি করে থাকে। তেমনি ক্ষমতাধর হওয়ার জন্য মানুষ কালোযাদুর চর্চা করে। সে চায় তার ক্ষমতার জন্য তার যা খুশি তাই করবে।

যেভাবে বুঝবেন আপনার ওপর যাদু করা হয়েছে 

  1. নির্দিষ্ট কারোর সাথে নিত্য কলহ হয়েই চলেছে, কখনও তা মারামারির পর্যায়ে পৌঁছচ্ছে কিন্তু কেউ কাউকে ছেড়ে যাচ্ছে না। এমন হলে বুঝবেন কেউ যাদু প্রয়োগ করেছে।
  2. শরীর নষ্ট হয়ে যাওয়া। দেখবেন যে কোন খাবারে রুচি হচ্ছে না। সুস্থ শরীর আস্তে আস্তে রোগা হয়ে যাওয়া। ডাক্তার দেখিয়েও এর সমাধান আসছে না। তখন ধরে নিবেন কেও আপনার খারাপ চায় আপনার ওপর যাদু করা হয়েছে। 
  3. খারাপ শয়তান মানুষের স্বপ্নের মধ্যেও ঢুকতে পারে। তিন ভাগ স্বপ্নের মধ্যে একভাগ আসে শয়তানের পক্ষ থেকে। তাই অদ্ভুত, সন্দেহ জনক স্বপ্ন বারবার আসলে মনে করবেন আপনার ওপর কালো যাদুর প্রভাব পরেছে। 
  4. গৃহপালিত পশু মারা যায়, গরুর দুধ হয় না, গোয়ালে গরু ঢুকলেই লাফাতে থাকে বা বেরিয়ে আসতে চায়। এমন লক্ষণ ঘটতে থাকলে বুঝতে হবে কেউ কালা যাদু করেছে।
  5. সবসময় মাথা ধরেই থাকে। কোন ওষুধে ঠিক হয়না। মেজাজ সবসময় খিটখিটে হয়ে থাকে। এবং লম্বা সময় ধরে এগুলো হলে বুঝবেন যে আপনার ওপর যাদু করা হয়েছে।

যাদুটোনা থেকে বাঁচার ইসলামিক আমল

বর্তমানে খারাপ মানুষের সংখ্যা কম না, তারা সবসময় অন্য মানুষের খারাপ চিন্তা করে। কেউ সরাসরি ক্ষতি করে, আর কেউ পরোক্ষভাবে। আর এই পরোক্ষভাবে ক্ষতি করে যাদু টোনার মাধ্যমে। ইসলামে যাদু টোনা থেকে মুক্তি থাকার অনেক পথের নির্দেশনা দেওয়া রয়েছে যেগুলো আপনি অনুসরণ করতে পারেন 

রাসুলুল্লাহ(সা) বলেছেন, সকাল সন্ধ্যা তিনবার করে সুরা ইখলাস, সুরা ফালাক এবং সুরা নাস পড়বে। এ সুরাগুলো সব বিপদাপদের মোকাবেলায় যথেষ্ট হবে।(মুসলিম)

নিয়মিত আয়াতুল কুরসি পড়লে জাদু-টোনার প্রভাব ও আক্রমণ থেকে মুক্ত থাকা যাবে। মাঝে মাঝেই আয়াতুল কুরসি পরে বুকে ফু দিবেন। তাহলে খারাপ কিছু আপনাকে স্পর্শ করতে পারবেনা ইনশাআল্লাহ। 

হজরত আনাস বিন মালেক (রা.) থেকে বর্ণিত, হজরত রাসুলুল্লাহ (সা.) নিম্নোক্ত দোয়াটি পড়ে অসুস্থ ব্যক্তিদের ঝাড়ফুঁক করতেন ‘আল্লাহুম্মা রাব্বান নাসি উজহিবাল বাসি, ইশফিহি ওয়া আনতাশ-শাফি, লা শিফায়া ইল্লা শিফায়ুকা শিফায়ান লা ইউগাদিরু সাকমা।’ আপনারা এটি পাঠ করেও ঝাড়া দিতে পারেন। 

সবশেষে নিজেকে সবসময় আমলের মধ্যেই রাখবেন। এতে করে খারাপ কিছু আপনাকে কিছু করে সফল হতে পারবে না। নিয়মিত সালাত আদায় করুন। ওজুর মধ্যেই থাকুন।

আমাদের মন্তব্য 

শুধু ইসলাম ধর্মেই নয় আরও বেশ কয়েকটি ধর্মে কালোযাদু নিয়ে বলা হয়েছে। আর এমন কি কোন ধর্ম রয়েছে? যেখানে শয়তানের চর্চা হয় না বা শয়তান সম্পর্কে বলা নেই? আপনি যে ধর্মেরই হন না কেন কালো যাদুর অস্তিত্ব যে বাস্তব তা আপনাকে স্বীকার করতে হবে। 

সর্বোপরি, আপনার নিত্তব্যাবহার্য জিনিস সামগ্রী সাবধানে রাখবেন,যথা স্থানে রাখবেন। সন্দেহ জনক পরিচিত মানুষ যদি আপনার চুল, কাপড় এমন ধরনের কিছু অংশ চায় তাহলে সেটা দিবেন না। কারণ এগুলো নিয়ে গিয়েই তারা যাদু করতে পারে। সবসময়ই সতর্ক থাকুন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url