বন্ধু নির্বাচনে সতর্কতা

পরিবারের পরে মানুষের একমাত্র প্রতিষ্ঠান হলো বন্ধু সার্কেল। মানুষ পরিবারের সদস্যদের যে কথা বলতে পারে না সে কথা সে তার বন্ধুকে বলতে পারে। দার্শনিক এমারসন বলেছেন, একজন বন্ধু হচ্ছেন প্রকৃতির সবচেয়ে বড় মাস্টারপিস। কিন্তু এখানে একটা সমস্যা আছে যে সবাই প্রকৃত বন্ধু হয় না। ওপরে ওপরে বন্ধু কিন্তু অন্তরে অহংকার, এমন বন্ধুও হয় যারা কেবল মাত্র স্বার্থ হাসিলের জন্য বন্ধুত্ব করে। আআজকালকার দিনে প্রকৃত বন্ধু খুজে পাওয়া মুস্কিল। ইদানীং দেখা যায় বন্ধুত্বের নামে বন্ধুত্ব করে ক্রাইম করে ফেলে। এধরনের বন্ধুবান্ধব থেকে দূরে থাকতে হবে। দার্শনিক এরিস্টটল বলেছেন, দুর্ভাগা তারাই যাদের প্রকৃত বন্ধু নেই। তাহলে কিভাবে বুঝবেন যে সে আপনার প্রকৃত বন্ধু না? বন্ধুত্ব মূলত মানসিকতার মিলের ওপর ভিত্তি করে গড়ে ওঠে। দুজনের মানসিকতার মিল না থাকলে সে প্রকৃত বন্ধু হবার ক্ষেত্রে প্রায় অসম্ভব হয়ে ওঠে। তবে বন্ধুত্ব করার আগে তার মানসিকতা কোন পর্যায়ের সেটা যাচেই করে নেওয়া উচিত। সবকিছুতেই বন্ধুটি আপনাকে প্রয়োজন মনে করছে কি-না তা বোঝার চেষ্টা করুন। অর্থাৎ শুধু বিপদে পড়লেই সে আপনার কাছে সাহায্য চাচ্ছে কি-না তা পরখ করুন। প্রকৃত বন্ধু আপনাকে শুধু প্রয়োজনে নয় সবসময় স্মরণ করবে।আর নকল বন্ধুরা প্রয়োজন শেষে আর খোঁজ নেবে না। বলা হয়, যে যেমন তার বন্ধুও তেমন হয়। খেয়াল করুন, আপনার বন্ধুরা কি বিপজ্জনক কিনা ভালো। অনেক বন্ধুরাই বন্ধুকে মাদকের পথে, খারাপ পথে ঠেলে দেয়। এমন বন্ধুদের থেকে দূরে থাকেন। অন্যদিকে আপনি খারাপ হলেও প্রকৃত বন্ধু সবসময় ভালো পরামর্শ দিয়ে উপকৃত করে। আপনি কী বলছেন, কী চাইছেন এসব তার কাছে যদি গুরুত্ব না পায়! যার ফলে আপনার বারবার অসম্মানিতবোধ হয়, মনে হতে পারে সে আপনার কেয়ার করে না। আপনি কী বলতে চাইছেন সে শুনতে চাইছে না। যদি এটা হয়, তাহলে সতর্ক হন। প্রতিটি সম্পর্কেরই যত্নের প্রয়োজন। বন্ধুত্বের বিষয়ে যিনি একেবারেই উদাসীন, তিনি আর যাই হোক ভালো বন্ধু তো ননই । আপনি বন্ধুর খুশির কথা ভেবে কিছু না কিছু করেই চলেছেন, অথচ বন্ধুটি কিছুই করছে না। এমন বন্ধু প্রকৃত বন্ধু না। যিনি একজনের কথা অন্যজনের কাছে বলে বেড়ান, কারও নেতিবাচক দিক নিয়ে আপনার সঙ্গে আলোচনা করে এমন মানুষকে বন্ধু ভাবলে ভুল করবেন। সে যে আপনার সম্পর্কে অন্যর কাছে বলবে না তার কোন নিশ্চয়তা নেই। এরকম বন্ধু হলে এড়িয়ে চলবেন। বন্ধুত্বের কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য উপস্থিত থাকে যেমন: স্নেহ,সহমর্মিতা, সততা,পারস্পরিক বোঝাপড়া, সমবেদনা, একে অপরের সঙ্গ,আস্থা। এরকম বৈশিষ্ট্যের মানুষের সাথে বন্ধুত্ব করবেন। এরা হবে আপনার প্রকৃত বন্ধু।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url